সেই খোরশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের দাফন কাজে এগিয়ে এসে আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে ধর্ষণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হাসান শ্যামল এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, গত ২৫ আগস্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদের বিরুদ্ধে তার কথিত দ্বিতীয় স্ত্রী নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা করেন। এরপর আদালত মামলাটির তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।
আদালত সেই তদন্ত প্রতিবেদন পেয়ে খোরশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলাটির বাদী এর আগে খোরশেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত