প্রথম টি-টোয়েন্টির জন্য পাকিস্তানের দল ঘোষণা

| আপডেট :  ১৮ নভেম্বর ২০২১, ০১:৩৯  | প্রকাশিত :  ১৮ নভেম্বর ২০২১, ০১:৩৯

আগামীকাল শুক্রবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ ও সফরকারী পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। তার আগে আজ (১৮ নভেম্বর) প্রথম ম্যাচের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অধিনায়ক বাবর আজমের নেতৃত্বাধীন এই দলে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থেকে সুযোগ পেয়েছেন দুই জন ক্রিকেটার। তারা হলেন- খুশদিল শাহ ও হায়দার আলি। অবশ্য টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের দল নিয়ে বাংলাদেশে এসেছে পাক বাহিনী।

শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ২টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। এরপর ২০ ও ২২ নভেম্বর একই সময় ও একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের ১২ সদস্যের দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, হ্যারিস রউফ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হাসান আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত