প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মাহমুদউল্লাহ্‌

| আপডেট :  ১৮ নভেম্বর ২০২১, ০৩:৪৫  | প্রকাশিত :  ১৮ নভেম্বর ২০২১, ০৩:৪৫

আগামীকাল থেকে শুরু হতে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। মিরপুরে শুরু হতে যাওয়া এই দ্বিপক্ষীয় সিরিজের আগে পুরোপুরি দুই বিপরীত মেরুতে অবস্থান দুই দলের। যেখানে হতাশায় ভরা এক বিশ্বকাপ কাটানো টাইগারদের প্রতিপক্ষ ঐ আসরের সেমিফাইনালিস্টরা।

যদিও বাজে অবস্থায় বাংলাদেশ দল পাশে পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। গতকাল এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, এমন বিশ্বকাপ পারফরম্যান্সে হতাশার কিছু দেখছেন না তিনি। এমনকি আগামীতে দল ভালো করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রধানমন্ত্রীর এমন সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন মাহমুদউল্লাহ্‌ রিয়াদ। টাইগার দলপতি মনে করেন, এমন সমর্থন বাংলাদেশ দলকে ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করবে। প্রথম ম্যাচকে সামনে রেখে অনুষ্ঠিত হওয়া সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মাহমুদউল্লাহ্‌ বলেন, ‘আলহামদুলিল্লাহ্‌। আমিও শুনেছি (প্রধানমন্ত্রীর) কথাটা। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার এই কথা আমাদের আরও অনুপ্রাণিত করবে। সত্যি কথা বলতে, এটা আমাদের দলের জন্য অনেক ইতিবাচক একটা মন্তব্য।’

‘প্রধানমন্ত্রী সবসময় যেভাবে আমাদের অনুপ্রাণিত করেন, সমর্থন করেন এটা অবিশ্বাস্য। এর জন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে এটা নিশ্চিত করবো যে, আমরা যেন আমাদের শতভাগের বেশি দিয়ে এই সিরিজটা খেলতে পারি। ইনশাআল্লাহ্‌।’- টাইগার দলপতি যোগ করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত