অস্ট্রিয়াতে পূর্ণ লকডাউন ঘোষণা

| আপডেট :  ১৯ নভেম্বর ২০২১, ০৬:৩৭  | প্রকাশিত :  ১৯ নভেম্বর ২০২১, ০৬:৩৭

করোনা সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় অস্ট্রিয়াতে পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী সোমবার (২২ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, দেশটির চ্যান্সেলর আলেকজান্ডার শ্যালেনবার্গ বলেছেন, ‘এই লকডাউন সর্বোচ্চ ২০ দিন স্থায়ী হবে। আমরা করোনার পঞ্চম ঢেউ চাই না।’ অস্ট্রিয়ার নয়টি প্রদেশের গভর্নরদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব বলেন।

লকডাউনে অস্ট্রিয়ানদের বাড়ি থেকে কাজ করতে বলা হবে, অপ্রয়োজনীয় দোকানগুলো বন্ধ হয়ে যাবে এবং যাদের মুখোমুখি শিক্ষার প্রয়োজন তাদের জন্য স্কুল খোলা থাকবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত