‘শি জিনপিং বাইডেনকে বলেন, যুক্তরাষ্ট্রের কিছু কাজে চীনের বুক জ্বলছে’

| আপডেট :  ২১ নভেম্বর ২০২১, ০৯:৩০  | প্রকাশিত :  ২১ নভেম্বর ২০২১, ০৯:৩০

জাপান আগামী বছর কোয়াডের একটি বৈঠক আয়োজন করতে সম্মত হয়েছে। শুক্রবার ইন্দো-প্যাসিফিক বিষয়ে যুক্তরাষ্ট্রের সমন্বয়কারী কার্ট ক্যাম্পবেল বিষয়টি নিশ্চিত করেন। আসন্ন ওই বৈঠকটিকে চীনের উত্থানের মুখে চারটি গণতান্ত্রিক দেশের মধ্যে (যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রেলিয়া) গভীর সম্পর্ক প্রদর্শনের আরেকটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

জাপান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে- ক্যাম্পবেল আরও ইঙ্গিত করেছেন যে, জাপানসহ মিত্র দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চলমান প্রচেষ্টায় বেইজিং মার্কিন প্রশাসনের কাছ থেকে কিছুটা চাপ অনুভব করছে।

সম্প্রতি বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন ক্যাম্পবেল। তিনি নিজেও ওই আলোচনায় অংশ নিয়েছিলেন। তিনি বলেন, “আমি মনে করি এটা বলা ন্যায়সঙ্গত হবে যে, ভার্চুয়াল বৈঠকে প্রেসিডেন্ট শি খুব স্পষ্ট করে বলেছিলেন যে, যুক্তরাষ্ট্রের বেশ কিছু কাজ চীনের বুকে কিছুটা হলেও জ্বালার সৃষ্টি করছে।”

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত