ইসলামী বিধান মেনে আল- আজহার গ্র্যান্ড মসজিদে প্রিন্স চার্লসের স্ত্রী
সস্ত্রীক মিশর সফরে গিয়েছিলেন ব্রিটিশ ক্রাউন প্রিন্স, প্রিন্স চার্লস। সে সময় বিখ্যাত আল-আজহার গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেন তারা। মসজিদটি পরিদর্শনকালে ইসলামিক রীতি- নীতি মেনে হিজাব পরে সেখানে প্রবেশ করেন প্রিন্স চার্লসের স্ত্রী ক্যামিলা। সেখানে গিয়ে তারা মসজিদের গ্র্যান্ড মুফতি শাইখুল আল- আজহারের সাথে দেখা করেছেন।
অন্য ধর্মের অনুসারী হয়েও প্রিন্স চার্লসের স্ত্রী ডাচেস অফ কর্নওয়াল ক্যামিলার এই হিজাব পরিধানকে সম্প্রীতি স্থাপনের অন্যতম উদাহরণ বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা।
পাক সাফাতের প্রতিবেদনে জানা যায়, স্ত্রী ও আল-আজহারের গ্র্যান্ড মুফতি আহমেদ আল-তৈয়্যেবের সাথে আল- আজহার মসজিদ পরিদর্শন করেন রানী দ্বিতীয় এলিজাবেথের জ্যেষ্ঠ সন্তান। তারা মসজিদের অভ্যন্তরীণ প্রাঙ্গণ পরিদর্শন করেন, নারী-পুরুষ অধ্যাপক এবং ছাত্রদের সাথে দেখা করেন। তাদের সাথে ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতার বিষয়ে কথা বলেন।
সৌদি গণমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়েছে, প্রিন্স চার্লস মিশর এবং ব্রিটেনের মধ্যে নতুন সম্পর্ক স্থাপনের লক্ষ্যে তার স্ত্রীকে নিয়ে মিশর ভ্রমণ করেছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত