প্রথম টেস্টে অনিশ্চিত সাকিব আল হাসান
সোমবার দেশে ফিরছেন সাকিব আল হাসান। তবে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়ে গেছে সংশয়। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
নান্নু আরও জানান, দেশে ফেরার পর সাকিবের একটি এম আর আই টেস্ট করানো হবে। রিপোর্টের উপর ভিত্তি করে নেয়া হবে সিদ্ধান্ত। পুরো বিষয়টি ফিজিও জুলিয়ান ক্যালেফাতো দেখাশুনা করবেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে ম্যাচের সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরির শিকার হন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যে কারণে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপের শেষ দুই ম্যাচ মিস করেন এই চ্যাম্পিয়ন অলরাউন্ডার
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত