ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

| আপডেট :  ২২ নভেম্বর ২০২১, ০১:৫০  | প্রকাশিত :  ২২ নভেম্বর ২০২১, ০১:৫০

কুড়ি ওভারের ক্রিকেটে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ । টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ হেরেছে স্বাগতিক বাংলাদেশ। সোমবার বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর সুযোগ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সেই ম্যাচে টস জিতে ব্যাটিংও নিয়েছে বাংলাদেশ। তাতে অভিষেক হচ্ছে পেসার শহীদুল ইসলামের।

প্রথম দুই ম্যাচে একই একাদশ নিয়ে মাঠে নামলেও শেষ ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। মোস্তাফিজের বদলে সুযোগ পেয়েছেন পেসার শহীদুল ইসলাম। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হচ্ছে ডানহাতি এই পেসারের। এছাড়া ওপেনার সাইফ হাসানের বদলে এসেছেন শামীম হোসেন। অন্যদিকে পেসার শরিফুলের বদলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

অন্যদিকে পাকিস্তান চারটি পরিবর্তন এনেছে। অনুমিত ভাবেই নেই শোয়েব মালিক। ছেলের অসুস্থতার কারণে দুবাই চলে যাচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে শাহনেওয়াজ দাহানির। এছাড়া ফিরেছেন সরফরাজ আহমেদ, ইফতেখার আহমেদ ও ওসমান কাদির।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, শহীদুল ইসলাম, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), হায়দার আলী, সরফরাজ আহমেদ, ইফতেখার আহমেদ, ওসমান কাদির, হারিস রউফ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শাহনেওয়াজ দাহানি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত