তামিমকে আরো বিশ্রামে থাকার পরামর্শ
পাকিস্তানের বিপক্ষে হোমে টেস্ট সিরিজ তো নয়ই আসছে জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরও মিস হচ্ছে টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। লন্ডনে চিকিৎসারত তামিমকে এক মাস বিশ্রামের পরামর্শ চিকিৎসকের জানিয়েছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, তামিম ফিজিশিয়ানের সঙ্গে দেখা করেছেন এবং তাকে এক মাস বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে, তার কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই। এজন্য নিউ জিল্যান্ড সফরে যেতে পারবেন না তামিম।
চোট নিয়ে দীর্ঘদিন মাঠের বাইরে তামিম ইকবাল। চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার আগে মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলনও শুরু করেছিলেন তামিম। হাঁটুর চোটের কারণে ঘরের মাঠে খেলা হয়নি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজেও। ইনজুরির কারণে মিস হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপও।
এরআগে এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে আবারো চোটে পড়েন তামিম। ইংল্যান্ডে চিকিৎসকের দেয়া এক মাসে বিশ্রামে থাকার পরামর্শে নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজও খেলা হচ্ছে না তামিম ইকবালের।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত