মুস্তাফিজ ভক্ত সেই রাসেলের জামিন

| আপডেট :  ২৬ নভেম্বর ২০২১, ১২:১২  | প্রকাশিত :  ২৬ নভেম্বর ২০২১, ১২:১২

জৈব সুরক্ষা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়া ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের ভক্ত সেই রাসেলের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া ৫ হাজার টাকা মুচলেকায় এ জামিনের আদেশ দেন। রাসেলের পক্ষে অ্যাডভোকেট রবি উল্লাহ ও হোসাইন ফরাজী জামিন আবেদন করেন।

এর আগে গত ২১ নভেম্বর রাসেলকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। একই আদালত রিমান্ড নামঞ্জুর করে রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর বিকেল ৫টার দিকে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম পাকিস্তান দলের মধ্যকার আন্তর্জাতিক দ্বিতীয় টি-২০ ক্রিকেট ম্যাচে পাকিস্তান দল ব্যাটিং করছিল। ১২ ওভার চলাকালীন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান বোলিং করার সময় নর্দান স্ট্যান্ড দর্শক গ্যালারি থেকে রাসেল মাঠে প্রবেশ করেন। মাঠের মধ্যে সন্দেহজনকভাবে এদিক-সেদিক দৌঁড়াতে থাকেন। দৌঁড়ানোর এক পর্যায়ে বিসিবির সিকিউরিটি কাজে নিয়োজিতদের বিষয়টি দৃষ্টিগোচর হলে তারা দৌঁড়ে আসামিকে ধরে ফেলেন এবং মাঠের বাইরে নিয়ে আসেন।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত