বাগেরহাটে গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক
সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের উৎকুল গ্রাম থেকে শনিবার রাত সাড়ে ১২ টার দিকে ১ কেজি গাঁজাসহ মুস্তাফিজ মল্লিক (৪৭) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী। আটক মুস্তাফিজ মল্লিক বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের মৃত লুৎফুর রহমান মল্লিকের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য শেখ মোস্তফা কামাল বলেন,আমি ও আমার কয়েকজন সঙ্গী রাত ১০ টার দিকে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচনের কার্যক্রম শেষে বাড়ির ফেরার পথে ৩ জন লোককে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। পরে তাদের ধরতে গেলে দুজন পালিয়ে যায় এবং একজনকে ধরতে সক্ষম হই।পরে তাদেরকে পুলিশে সোপর্দ করি।পুলিশ এসে তার কাছ থেকে গাঁজা ও মোটরসাইকেল জব্দ করে।
বাগেরহাট মডেল থানার এস. আই. মো.কামরুজ্জামান জানান, ‘রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মাদক পাচারকালে যাত্রাপুর ইউনিয়নের উৎকুল গ্রাম থেকে স্থানীয়দের সহায়তায় মুস্তাফিজ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা ও একটি মোটরবাইক উদ্ধার করা হয়েছে।বাগেরহাট মডেল থানায় রবিবার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে’।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত