দুমকিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

| আপডেট :  ২৮ নভেম্বর ২০২১, ০৬:১৫  | প্রকাশিত :  ২৮ নভেম্বর ২০২১, ০৬:১৫

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে পটুয়াখালীর দুমকিতে কেন্দ্র ঘোষিত সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) সকালে সরকারি জনতা কলেজ সলগ্ন বিএনপি’র পার্টি অফিস থেকে একটি মিছিল বের হয়।

পরে পার্টি অফিস চত্বরে সমাবেশ করে উপজেলা সেচ্ছাসেবক দল।বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহবায়ক খলিলুর রহমান মুন্সি,সিনিঃ যুগ্ম আহবায়ক সাইফুল আলম মৃধা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল হক, সদস্য সচিব মোঃ মাসুদুল আলম মৃধা, যুগ্ম আহবায়ক মোঃ শামিম আহমেদ হাওলাদার, সহ উপজেলা বিএনপি,বিভিন্ন ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি জানান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত