খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্যালটে সিল!

| আপডেট :  ২৮ নভেম্বর ২০২১, ০৯:৩৭  | প্রকাশিত :  ২৮ নভেম্বর ২০২১, ০৯:৩৭

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী না থাকলেও নেতা কর্মীদের ভোটকেন্দ্রের আশপাশে দেখা গেছে। উপজেলার সাদীপুর ইউনিয়নের বেশ কয়েকটি ভোটকেন্দ্রের ব্যালটে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ ‘সোনারগাঁ ছাত্রদল’ সিল লক্ষ্য করা গেছে বলে ফেসবুকে কয়েকটি পোস্ট ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ব্যালট পেপারে সাদীপুর ইউনিয়নের তিনজন প্রার্থীর প্রতীক দেখা যায়। মো. হাসেমের লাঙল প্রতীক, মো. আব্দুর রশিদ মোল্লার নৌকা প্রতীক ও মো. গোলাম মোস্তফার হাতপাখা প্রতীক।

রবিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার নানাখী দারুস সুন্নাত হামিদিয়া আলীম মাদ্রাসা কেন্দ্রে এমন ব্যালট পেপার দেখা গেছে বলে আরেকটি ফেসবুক পোস্টে দাবি করা হয়। ভাইরাল হওয়া পোস্টগুলো অধিকাংশ বিএনপি সমর্থিতদের।

কেন্দ্র সংশ্লিষ্টদের দাবি, ছাত্রদলের নেতা কর্মীরা ভোট দিতে এসে এই কাজ করেছেন।

এ বিষয়ে দারুস সুন্নাত হামিদিয়া আলীম মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আজহার হোসেন ভূঁইয়া জানান, বিষয়টি তার জানা নেই।

এ বিষয়ে সোনারগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটি সদস্য জাফর আহমেদ তুষার বলেন, নেতা কর্মীরা বর্তমান ফ্যাসিস্ট বিরুদ্ধে ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির পক্ষে নীরব প্রতিবাদ স্বরূপ ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে হয়তো ব্যালটে মুক্তির সিল মেরেছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত