মুরাদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন
জুবায়ের ইসলাম, দুমকি, পটুয়াখালী প্রতিনিধি: দুমকির মুরাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ও দুমকি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফজলুল হক আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মাহফুজুর রহমান খান, আবদুল কাদের ভুঁইয়া, জাকির হোসেন সিকদার ও এনায়েতুর রহমান মিল্টন কে যুগ্ন আহবায়ক করা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম স্বাক্ষরিত ৬৯ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।
কমিটির অন্যান্য সদস্য হলেন জসিম উদ্দিন হাওলাদার, ইউসুফ মোল্লা, ইউপি সদস্য জাহিদুল ইসলাম বাবুল, নাসির উদ্দিন হাওলাদার, নাসির উদ্দিন খান, জান্নাতুল ফেরদাউস, আকলিমা আক্তার বিথী, সাবেক ইউপি সদস্য বিধানচন্দ্র দেউড়ি এবং সৈয়দ সাখাওয়াত হোসেন, মুজিবুর রহমান হাওলাদার, সৈয়দ আসাদুল হক প্রমুখ।
দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আহ্বায়ক কমিটিকে ৬ মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত