ময়মনসিংহে নবনির্বাচিত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত

| আপডেট :  ৩০ নভেম্বর ২০২১, ১১:০৪  | প্রকাশিত :  ৩০ নভেম্বর ২০২১, ১১:০৪

মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল, বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর মালগুদাম রোড ট্রেড ইউনিয়ন কার্যালয় সংলগ্ন মাঠে এস আলম রেডিমিক্স কংক্রিট প্লান এর সৌজন্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়নের অন্তর্ভুক্ত নবনির্বাচিত নির্মাণ শ্রমিক ইউনিয়ন। সোমবার ময়মনসিংহ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মাহবুব বিন সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি শ্রী কমল বসাক, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহকারী নির্বাচন কমিশনার মোঃ ইঞ্জিনিয়ার সেলিম জাহাঙ্গীর, নবনির্বাচিত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল ফকির মাইজভান্ডারী, সাধারণ সম্পাদক মোঃ মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক দীলিপ সরকার। পরিচিতি সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মাহবুব বিন সাঈদ। আলোচনা সভা শেষে নবনির্বাচিত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সভাপতি বাবুল ফকির মাইজভান্ডারী ও সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেনসহ ১৯ জন কার্যকরী কমিটির নেতৃবৃন্দ শপথ বাক্য পাঠ করেন।

শপথ বাক্য পাঠ করান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। পরিশেষে নবনির্বাচিত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করা হয়।

এ সময় বাংলাদেশ ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ এবং নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং ইকরামুল হক টিটু আদর্শ যুব সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফিজা খাতুনসহ ময়মনসিংহের সদর উপজেলা ও ইউনিয়ন এর নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা শেষে আনন্দ উৎসব মুখর পরিবেশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত