যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি স্কুলে গোলাগুলি, ৩ শিক্ষার্থী নিহত

| আপডেট :  ০১ ডিসেম্বর ২০২১, ১০:২১  | প্রকাশিত :  ০১ ডিসেম্বর ২০২১, ১০:২১

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি স্কুলে গোলাগুলিতে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে স্কুলের এক শিক্ষকসহ আট জন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর ডেট্রয়েট থেকে প্রায় ৪০ কিলোমিটার (৬৫ মাইল) উত্তরে অবস্থিত অক্সফোর্ড শহরের একটি হাই স্কুলে বন্দুক নিয়ে হামলা চালায় ঐ স্কুলের এক শিক্ষার্থী। আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

মার্কিন কর্মকর্তারা বলছেন, নিহত ৩ জনই ওই স্কুলের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন ১৬ বছরের কিশোর। এছাড়া নিহত অপর দুই জন মেয়ে শিক্ষার্থী এবং তাদের বয়স যথাক্রমে ১৪ ও ১৭ বছর।

ওকল্যান্ড কাউন্টির আন্ডার শেরিফ মাইকেল ম্যাককেব বলেন, বন্দুকধারীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। হামলাকারীর কাছ থেকে একটি হ্যান্ডগান জব্দ করা হয়েছে।

ঘটনার পর দ্রুত স্কুল থেকে শিক্ষার্থীদের নিরাপদে সড়িয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত