সোশ্যাল মিডিয়ায় ‘কাঁচা বাদাম’ গান ভাইরাল (ভিডিও)
নেট পাড়া এখন মাতোয়ারা হয়েছে ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’ গানটি। গানটির বানিয়ে ফেলেছেন অনেক শিল্পী। মাত্র কয়েক মাসের নেট দুনিয়ায় চরম সাড়া ফেলেছে এই গানটি। ইউটিউব থেকে শুরু করে, ইনস্টাগ্রাম, ফেসবুক সর্বত্রই যেন ভরে গিয়েছে ‘কাঁচা বাদাম’ গানটিতে। এককথায় মানুষ মুগ্ধ হয়েছে ভুবন বাদ্যকরের এই গানে।
জানা গেছে, ভাইরাল ‘কাঁচা বাদাম’ গানের স্রষ্টার নাম ভুবন বাদ্যকর। তিনি একজন বাদাম বিক্রেতা। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুরি গ্রামে। সেখানে একটি মোটরসাইকেলের পেছনে বাদাম নিয়ে গ্রামে, বাজারে, বন্দরে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাদাম বেচেন। ভাজা বাদাম বিক্রি করেন না ভুবন। তার কাছে পাওয়া সব বাদামই কাচা। আর শুধু টাকা দিলেই বাদাম মিলে না। বাড়ির অব্যবহৃত পুরনো যন্ত্রাংশ, নষ্ট মোবাইলের যন্ত্রাংশ, ব্যাটারি, হাঁসের পালক, মাথার চুল, সিটি গোল্ডের চেইন, দুল, চুড়ির মতো গহনার বিনিময়ে বাদাম দিয়ে থাকেন ভুবন।
আর এসব তথ্য গানে গানে বলে বেড়ান ভুবন, যা আজ ‘কাঁচা বাদাম’গান হয়ে বিশ্বজুড়ে ভাইরাল। গানের কথাগুলো এমন – ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম…’
গানটির কথা, সুর ভুবন বাদ্যকরেরই। এর গায়কও তিনি। ভুবনের এই গানের কথায় ও সুরে মজেননি এমন মানুষ এখন হাতে গোনা। ফেসবুক, ইউটিউব, রিলস খুললেই বেজে উঠছে এই গান।
রীতিমতো সেলিব্রিটি বনে গেছেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। তাকে দেখতে ভিড় জমছে তার বাড়িতে। তিনি যখন যে গ্রামে বাদাম বিক্রি করতে যাচ্ছেন, সেখানেই তাকে দেখতে ভিড় করে আসছেন সাধারণ মানুষ। ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন ইতোমধ্যে।
কিন্তু, এই গানের কথা এবং সুর যার, দুরবাজপুরের সেই বাদামবিক্রেতা ভুবন বাদ্যকর মোটেও এরকম ভেবে গানটি তৈরি করেননি। গ্রামে গ্রামে গিয়ে হকারি করে বেড়ান ভুবন। আরও বেশি মানুষ যাতে বাদাম কেনেন তাই মানুষকে আকৃষ্ট করার জন্যই ভাবনাচিন্তা করতে করতে এই গানটা লিখেছিলেন ভুবন। আর দুরবাজপুরের কুড়ালজুড়ি গ্রাম ছাড়িয়ে আজকাল ভুবনের এই গানে মেতে নেটমাধ্যম।
এবিষয়ে ভুবন জানান, ‘ আমি গ্রামে গ্রামে গিয়ে বাদাম বিক্রি করি। আগে সাইকেলে করে বাদাম বিক্রি করে বেড়াতাম। তবে ১৫ হাজার টাকা জোগাড় করে একটি পুরোনো মোটরসাইকেল কিনেছি। তাতে করেই এখন গ্রামে গ্রামে বাদাম বিক্রি করে বেড়াই।’ গ্রামের পাশাপাশি তিনি ঝাড়খণ্ডেও মাঝেমধ্যে চলে যান বাদাম বিক্রি করতে।
বাদাম বিক্রি করে কোনওভাবে সংসার চলে তাঁর। মোটরসাইকেলের পিছনে বাদামের বস্তা বেঁধে গান গাইতে গাইতে বাদাম বিক্রি করে বেড়ান তিনি। তবে দরিদ্র অবস্থা না ঘুচলেও তার গানটি যেভাবে মানুষকে মুগ্ধ করেছে তাতে খুশি হয়েছেন ভুবন।
স্থানীয় বাসিন্দা ওয়াহিদ রেজা খান তার গানে এতটাই মুগ্ধ হয়েছেন যে তিনি বলেন, ‘শুধু আমাদের গ্রামেই নয় গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে ভবনের কাঁচা বাদাম গানটি। আমরা জানতাম না যে আমাদের ছোটো গ্রামের মধ্যে এরকম প্রতিভা লুকিয়ে রয়েছে। আমাদের গ্রামেই নয় গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে ভবনের কাঁচা বাদাম গানটি। আমরা জানতাম না যে আমাদের ছোট গ্রাম এর মধ্যে এরকম প্রতিভা লুকিয়ে রয়েছে।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত