,দক্ষিণ আফ্রিকা সতর্কবার্তা জারির আগেই নেদারল্যান্ডসে পৌঁছে গিয়েছিল ওমিক্রন, ২৭ দেশে ওমিক্রন শনাক্ত

| আপডেট :  ০৩ ডিসেম্বর ২০২১, ০৩:১৫  | প্রকাশিত :  ০৩ ডিসেম্বর ২০২১, ০৩:১৩

দক্ষিণ আফ্রিকা সতর্কবার্তা জারির আগেই নেদারল্যান্ডসে পৌঁছে গিয়েছিল ওমিক্রন। একই সন্দেহ করা হচ্ছে জার্মানি, বেলজিয়াম ও নাইজেরিয়ার ক্ষেত্রে।

করোনার এ নতুন ধরন বিশ্ববাসীর সামনে আসার আগেই একাধিক দেশে ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এখন পর্যন্ত ২৭টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চিকিৎসা বিষয়ক মুখ্য উপদেষ্টা অ্যান্টনি ফাউচি জানিয়েছেন, সেদেশেও এক ব্যক্তির শরীরে ওমিক্রনের সন্ধান মিলেছে। গত ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরেন তিনি।

ফাউচি জানান, ওই ব্যক্তি দুই ডোজ টিকাই নিয়েছিলেন। তবু তার ওমিক্রন শনাক্ত হয়েছে। বর্তমানে আক্রান্ত সেই মার্কিন নাগরিকের দেহে হালকা উপসর্গ দেখা দিয়েছে। তবে ওর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এই ঘটনার পর এক বিবৃতিতে দেশের জনগণকে করোনা টিকা এবং বুস্টার ডোজ নেয়ার আর্জি জানিয়েছে হোয়াইট হাউস।

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, বতসোয়ানা, ব্রিটেন, জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, বেলজিয়াম, ইসরায়েল, ইতালি, চেক প্রজাতন্ত্র, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, সুইডেন, হংকং, অস্ট্রিয়া, জাপান, কানাডা, ব্রাজিল, নরওয়ে, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে ওমিক্রনের সন্ধান মিলেছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত