নারায়ণগঞ্জের ভুইগড়ে উদ্ভোধন হলো এমব্রয়ডারি ফ্যাক্টরী

| আপডেট :  ০৪ ডিসেম্বর ২০২১, ১২:৪৫  | প্রকাশিত :  ০৪ ডিসেম্বর ২০২১, ১২:৪৫

সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড়ে এই এমব্রয়ডারি ব্যবসার শুরু। চারজনের উদ্যোগে ব্যবসার শুরু হলো। শুক্রবার (৩ ডিসেম্বর) বাদ আসর দোয়ার মাধ্যমে নতুন এক ব্যবসার যাত্রা শুরু করেন। ব্যবসার প্রধান উদ্যোক্তা মোঃ হানিফ রানা তার সাথে থাকা মানুষদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয়ে এই ব্যবসা শুরু করেন। শিল্পনগরী নারায়ণগঞ্জে গার্মেন্টস প্রতিষ্ঠান বেশি থাকায় এমব্রয়ডারি ব্যবসা শুরু করলো এই চারজন।

জুম্মার নামাজের পর ভুইগড়ের জোড় পুকুর মসজিদে মোনাজাতে প্রতিষ্ঠানটির জন্য দোয়া চাওয়া হলো। পরবর্তীতে আসর নামাযের পর কোরআন খতম শেষে, বাদ আসর দোয়ার মাধ্যমে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করা হয়।

আজকের এই অনুষ্ঠানে ছিলেন নারায়ণগঞ্জ নির্বাচন কমিশনের সহকারী নির্বাচন অফিসার মোঃ বিল্লাল হোসেন, দৈনিক আজকের দেশকন্ঠের নির্বাহী সম্পাদক আলহাজ্ব মোঃ সোহেল রানা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সদস্য সোহেল আহমেদ ভূঁইয়া, ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর, মোঃ মিলন, মোঃ আল মামুন, জগন্নাথ সাহা, এলাকার গন্যমান্য লোকজন। চার উদ্যোক্তাই তাদের এই ব্যবসার জন্য সবার কাছে দোয়া চাইলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত