স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুমকিতে আ’লীগের আনন্দ শোভাযাত্রা

| আপডেট :  ০৪ ডিসেম্বর ২০২১, ০৬:২৮  | প্রকাশিত :  ০৪ ডিসেম্বর ২০২১, ০৫:৫৭

জুবায়ের ইসলাম, দুমকি, পটুয়াখালী প্রতিনিধি: দুমকির মুরাদিয়া ইউনিয়ন আ’লীগের নব গঠিত কমিটির উদ্যোগে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এক বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেলে মুরাদিয়া ইউনিয়ন আ’লীগের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে বোর্ডঅফিস বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় ইউনিয়ন কার্যালয়ের সম্মুখে এসে শেষ হয়। আনন্দ শোভা যাত্রা শেষে সদ্য ঘোষিত মুরাদিয়া ইউনিয়ন আ’লীগের আহবায়ক পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ও দুমকি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফজলুল হকের সভাপতিত্তে এক পথসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মো. রেজাউল হক রাজন,শ্রীরামপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কে,এম শহীদুল ইসলাম খলিল ও দুমকি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম জীবন প্রমূখ।

এসময় শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন মৃধা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজ সিকদার সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত