আমডা বাংলাদেশের উদ্যোগে গজারিয়ায় ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন
প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজেরই অংশ। তাদেরও একজন স্বাভাবিক মানুষের মত স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে।
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ ১৯৯২ সালে আন্তর্জাাতিক প্রতিবন্ধী দিবস (International Day of Persons with Disability) ঘোষণা করে। তখন থেকেই সারা বিশ্বে ৩রা ডিসেম্বর আন্তর্জাাতিক প্রতিবন্ধী দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।
অন্যান্য বছরের ন্যায় এবারও সারা পৃথিবীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস। এবারের প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য: ‘‘কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহন”।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে অদ্য ৪ই ডিসেম্বর ২০২১ গজারিয়া আমডা বাংলাদেশ কমপ্লেক্সে একটি বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১.০০ টায় আমডা বাংলাদেশ প্রাঙ্গন থেকে একটি র্যালী শুরু হয়ে হোসেন্দী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে সরকারী কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও তাদের পিতা মাতা/অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি, আমডা বাংলাদেশ ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।
র্যালী শেষে আমডা বাংলাদেশের সেমিনার রুমে দিবসটি উদযাপন উপলক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী দিবসের এবারের প্রতিপাদ্যকে গুরুত্ব বিবেচনায় আলোচনা সভায় বক্তারা কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়নে সর্বস্তরের প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহনের উপর জোর দেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজ সেবা অফিসার জনাব মনসুর আলম প্রতিবন্ধীদের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন এবং প্রতিবন্ধী জনগোষ্টির উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। বিশেষ অতিথির ভাষনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এবং মলিকিউলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব ড. শেখ মির্জা নুরুন্নবী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবহেলিত ও উপেক্ষিত। তাদের একীভূত কর্মসংস্থান নিশ্চিত করনে আমাদের সকলের এগিয়ে আসা উচিত। ডাউন সিনড্রোম সোসাইটি অফ বাংলাদেশের পরিচালক প্রোগ্রাম শাহানাজ পারবেন চৌধুরী বিশেষ অতিথির ভাষণে বলেন যে , বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কর্মসংস্থান নিশ্চিতকরণে পিতামাতা ও অভিভাবকদের বিশেষ ভূমিকা রয়েছে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষে তিনি প্রতিবন্ধী ব্যাক্তিদের দক্ষতা বিকাশের উপর জোর দেন।
অনুষ্ঠানে সভাপতির ভাষনে আমডা বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব সরদার এ. রাজ্জাক বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্টির উন্নয়নে আমডা বাংলাদেশ স্থানীয় পর্যায়ে নানাবিধ কর্মসূচী পালন করে যাচ্ছে। এব্যাপারে তিনি স্থানীয় জনসাধারনের সম্পৃক্ততার উপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভার পর ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত