গোপালগঞ্জে চুই ঝাল প্রদর্শনী উপকরন বিতরণ
বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ২০২০-২১ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় বাস্তবায়িত অপ্রচলিত ফলস চুই ঝাল প্রদর্শনী উপকরন বিতরন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাশিয়ানী অফিসের উদ্যোগে এ চুইঝালের চারা বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার (০৭ ডিসেম্বর) উপজেলা মিলনায়তনে কৃষকদের মাঝে চুইঝালের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো: মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো: মাসুদ রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু, কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কৃষকদের হাতে চুইঝালের চারা তুলে দেয়া হয়। এ চুই ঝালের ব্যাপক জনপ্রিয়তা থাকলেও বাণিজ্যিকভাবে আবাদ শুরু হয। চুই ঝালের আবাদ বাণিজ্যিকভাবে আবাদ শুরু হলে কৃষকরা লাববান হবেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত