ডা. মুরাদের সাথে সেই ফোনালাপ নিয়ে যা জানালেন ইমন

| আপডেট :  ০৮ ডিসেম্বর ২০২১, ১১:২৭  | প্রকাশিত :  ০৮ ডিসেম্বর ২০২১, ১১:২৭

সম্প্রতি চিত্রনায়িকা মাহি ও চিত্রনায়ক ইমনের সাথে একটি ফোনালাপ ফাঁস হয়েছে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের। আলোচিত এ ফোনালাপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দিয়েছে নানা আলোচনা-সমালোচনা। অবশেষে সেই কথোপকথন নিয়ে মুখ খুললেন ইমন। বুধবার (৮ ডিসেম্বর) দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ফাঁস হওয়া ফোনালাপটি নিয়ে নিজের অবস্থানের ব্যাখ্যা দিলেন ঢাকাই সিনেমার এ অভিনেতা।

ইমন বলেন, ডা. মুরাদ যখন আমাকে ফোন দিয়েছেন তখন আমি একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলাম। আমাদের পরবর্তী একটি সিনেমা নিয়ে পরিচালক, প্রডিউসার, আমি ও মাহি মিলে আলোচনা করছিলাম। এ সময় তিনি (ডা. মুরাদ) ফোন দিয়ে আসতে বলায় আমি তাকে সামাল দেয়ার জন্য বারবার ‘ ২ মিনিট আসছি’ বলে তাকে সান্ত্ব করার চেষ্টা করছিলাম। একজন মন্ত্রীর সাথে তো আর যেনতেনভাবে কথা বলা যায় না। উপরন্তু তিনি আমাদের অঙ্গণের মন্ত্রী।

ইমন আরও বলেন, অনেকে হয়তো ভাবছে আমার বলা ‘আমি মাহিকে নিয়ে আসছি’ মানে আমি আসলেই তার কাছে মাহিকে নিয়ে যাবো। বিষয়টি আমি তেমনভাবে বলিনি। আমার ফোন রেকর্ডই বলে দেয় আমি কেন সে কথা বলেছিলাম।

ডা. মুরাদের সাথে নিজে কথা বলার পর মাহির কাছে দেয়ার ব্যাখ্যায় ইমন বলেন, আমরা আসলে এমন একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলাম যে, একসাথে আমাদের ফোনে কথা বলার সুযোগ ছিল না। তাই আমি মাহির কাছে ফোন দিয়ে পরিচালকের সাথে আলোচনায় মনোনিবেশ করি। তাই মাহির সাথে কি কথা হয়েছে জানিনা। মাহিও পরবর্তীতে আমার কাছে কি কথা হয়েছে তা শেয়ার করেনি। ও হয়তো কষ্ট পেয়েছে, তাই বলেনি।

র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সাম্প্রতিক ভাইরাল অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দফতরে চিত্রনায়ক ইমনকে ডেকে নিয়ে আসা হয়। বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১ টা ১৫ মিনিটে তিনি র‍্যাব সদরদফতর থেকে চলে যান।

তাকে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ভাইরাল হওয়া অডিওটি কিভাবে ফাঁস হলো মুলত সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ইমন র‍্যাব সদর দফতরে গিয়েছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত