পদত্যাগ করলেন মেয়র আইভী

| আপডেট :  ১৪ ডিসেম্বর ২০২১, ১০:৪৪  | প্রকাশিত :  ১৪ ডিসেম্বর ২০২১, ১০:৪৪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন। এ তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন।

তিনি জানান, মঙ্গলবার ছিল ডা. সেলিনা হায়াৎ আইভীর শেষ কর্মদিবস। তাই মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র পাঠিয়ে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর নিয়মানুসারে মেয়র পদ থেকে পদত্যাগ করতে হয়। সেই সুবাদে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র জমা দেন আইভী।

এর আগে ৩০ নভেম্বর নাসিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মেয়র আইভীসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের আরও ৪ নেতা দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন। ৩ ডিসেম্বর দলীয় মনোনয়ন বোর্ড আইভীকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ঘোষণা করে।

নির্বাচন কমিশন আগামী ১৬ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ২০২১ সালের ১৫ ডিসেম্বর (বুধবার)। ২০ ডিসেম্বর (সোমবার) মনোনয়ন বাছাই এবং ২৭ ডিসেম্বর (সোমবার) মনোনয়ন প্রত্যাহারের শেষদিন নির্ধারণ করা হয়েছে। আর ভোট গ্রহণ হবে ২০২২ সালের ১৬ জানুয়ারি (রোববার)।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত