বেলারুশের বিরোধী নেতাকে ১৮ বছরের কারাদণ্ড

| আপডেট :  ১৪ ডিসেম্বর ২০২১, ১১:৫৬  | প্রকাশিত :  ১৪ ডিসেম্বর ২০২১, ১১:৫৬

বেলারুশের সরকার বিরোধী নেতা সের্গেই তিখানোভস্কিকে ১৮ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে দাঙ্গা সৃষ্টির অভিযোগ আনা হয়। সে মামলাতেই তার দেড় যুগের সাজা দেয়া হলো।

বিবিসির খবরে জানানো হয়েছে, তিখানোভস্কি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লুকাশেঙ্কোর বিরুদ্ধে লড়তে চেয়েছিলেন। কিন্তু তাকে নির্বাচনের আগেই গ্রেপ্তার করা হয়। তার হয়ে নির্বাচন করেন স্ত্রী সেভেতলানা তিখানোভস্কায়া। তবে নির্বাচনে জয়ী হন লুকাশেঙ্কোই। যদিও এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ রয়েছে দেশে ও দেশের বাইরেও।

নির্বাচনের পর সেভেতলানা দাবি করেছিলেন যে, এ নির্বাচনের প্রকৃত জয়ী আসলে তিনিই। কিন্তু নিজের নিরাপত্তার কথা বিবেচনায় তিনি দেশ ত্যাগ করেন।

মঙ্গলবার সেভেতলানা বেলারুশের আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তার স্বামীর বিরুদ্ধে দেয়া রায়কে তিনি ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেন। টুইটারে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, আমি যাকে ভালোবাসি তাকে মুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রাখবো আমি। তিনি মিলিয়ন মিলিয়ন বেলারুশবাসীর নেতা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত