দুমকীতে আওয়ামী লীগের বিজয় র‌্যালিতে জনতার ঢল

| আপডেট :  ১৫ ডিসেম্বর ২০২১, ০৩:৫৭  | প্রকাশিত :  ১৫ ডিসেম্বর ২০২১, ০৩:৫৭

জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশাল বিজয় র‌্যালি করেছে উপজেলা আওয়ামী লীগ। বুধবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় র‌্যালিটি দুমকি থানা ব্রীজস্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিনেমা হল এলাকায় শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আয়োজিত বিজয় র‌্যালিতে আওয়ামী লীগ নেতাকর্মীসহ স্থানীয় জনতার ঢল নামে। এসময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা আলাদা আলাদা মিছিলন নিয়ে র‌্যালিতে যোগ দেন।

পরে দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমের সঞ্চালনায় র‌্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-অর-রশীদ হাওলাদার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা, মিজানুর রহমান সিকদার, আমিনুল ইসলাম সালাম, মাওলানা আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত