গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় শ্রমিক নিহত

| আপডেট :  ১৮ ডিসেম্বর ২০২১, ১২:২৭  | প্রকাশিত :  ১৮ ডিসেম্বর ২০২১, ১২:২৭

বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটর সাইকেলের ধাক্কায় বিল্লাল শেখ (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার নতুন বাজার-গিমাডাঙ্গা উত্তরপাড়া সড়কের গিমাডাঙ্গা মধ্যপাড়ার এ দূর্ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বিল্লাল শেখ টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়া গ্রামের ইদ্রিস শেখের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন।

এসআই কামরুল ইসলাম জানান, রাতে উপজেলার নতুন বাজার থেকে নিজ বাড়ি গিমাডাঙ্গা উত্তরপাড়া গ্রামের যাচ্ছিলেন বিল্লাল শেখ। এ সময় গিমাডাঙ্গা মধ্যপাড়ার পৌঁছালে দ্রুতগামী একটি মোটর সাইকেল বিল্লাল শেখকে ধাক্কা দিলে ছিটকে গিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে মারাত্মক আহত হন।

পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিল্লাল শেখকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে টুঙ্গিপাড়া থানায় নিয়ে আসে। আগামীকাল শনিবার সকালে মরদেহের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো পাঠানো হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত