মুকসুদপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো পুলিশ
বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি: মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে মুকসুদপুর থানা পুলিশ।
আজ শনিবার (১৮ ডিসেম্বর) সকালে মুকসুদপুর থানার আয়োজনে থানা সম্মেলন কক্ষে ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের বরণ করে নেয়া হয়। পরে তাদেরকে উপহার দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
এ সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর-কাশিয়ানীর সার্কেল) শাহিনুর চৌধুরী।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) খন্দকার আমিনুর রহমান, পুলিশ বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত