শিক্ষাক্ষেত্রে যুক্তরাজ্যের ভিসা নীতি শিথিল, সুযোগ পাবে বাংলাদেশিরাও

| আপডেট :  ১৮ ডিসেম্বর ২০২১, ০৪:০৮  | প্রকাশিত :  ১৮ ডিসেম্বর ২০২১, ০৪:০৮

ফের চাঙ্গা হতে শুরু করেছে ব্রিটেনের শিক্ষা বাণিজ্য। কিছুটা শিথিল করা হয়েছে ভিসার নিয়ম। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশি শিক্ষার্থীরাও এ সুযোগ নিতে পারেন বলে মত প্রবাসী আইনজীবীদের।

উচ্চ শিক্ষার জন্য বিশ্বব্যাপী সমাদৃত যুক্তরাজ্য। সম্প্রতি ভিসা আইন কিছুটা শিথিল করায় বিভিন্ন দেশ থেকে সহজে যুক্তরাজ্যে ঢুকছেন শিক্ষার্থীরা।

প্রবাসী আইনজীবীরা বলছেন, প্রায় ৬ লাখ বিদেশি শিক্ষার্থীকে প্রবেশের সুযোগ দেবে ব্রিটিশ সরকার। এ সুযোগ নিতে পারেন বাংলাদেশিরাও। পড়াশোনার পাশাপাশি করতে পারবেন খণ্ডকালীন কাজ।

লন্ডনের আইনজীবী মো. আনোয়ার হোসেইন বলেন, ফোর্থ বেসিসের কারণে আমি মনে করি ব্রিটিশরা স্টুডেন্ট ভিসায় কিছুটা শিথিলতা এনেছে এবং শিক্ষার্থীদের ভরসা দিচ্ছে যে, তারা যেনো এই দেশে আসে।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন নিয়মে ব্রিটেনে স্থায়ী বসবাসের আবেদন আরও সহজ হয়েছে।

লন্ডনের আইনজীবী মোহাম্মদ ওসমান সারোয়ার বলেন, কেউ যদি তার ডিগ্রী সম্পন্ন করতে পারেন তিনি ফ্রি ওয়ার্ক পারমিটসহ দু’বছরের জন্য ভিসা পাচ্ছেন। যাকে বলে পিএইচডব্লিও বলা হয়। এই দু’বছর কাজ করার পর তিনি চাইলে অন্য কোনও ভিসায় সুইস করতে পারেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় ও শ্রম বাজারের চাহিদা মাথায় রেখে ভিসা নিয়ম শিথিলের পথে হাঁটে ব্রিটিশ সরকার।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত