নারায়ণগঞ্জের বৃহত্তর দেওভোগ এলাকাবাসীর সাথে আইভীর মতবিনিময় সভা

| আপডেট :  ১৮ ডিসেম্বর ২০২১, ০৬:১৬  | প্রকাশিত :  ১৮ ডিসেম্বর ২০২১, ০৬:১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের নৌকার মনোনিত প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভী বৃহত্তর দেওভাগ বাসীর সাথে মতবিনিময় সভা করছেন। শনিবার (১৮ ডিসেম্বর) তার বক্তব্যে সবার প্রথমেই এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন যে, এলাকাবাসী তার পাশে আছেন।

তিনি বলেন যে, নারায়ণগন্জ আওয়ামিলীগের সকল বড় বড় নেতাকর্মী তাকে সমর্থন দিয়েছেন। আজকের তার এই মতবিনিময় সভায় ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামিলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আনোয়ার হোসেন সাহেব।

ডাঃ সেলিনা হায়াত আইভী বলেন, আমি আজ এখানে মতবিনিময়ের মাধ্যমেই ২৭টি ওয়ার্ডে মতবিনিময় সভা করবো। কেননা আমি আপনাদের এলাকার মেয়ে, কারো বোন। আমি হয়তবা অনেক সময় আপনাদেরকে সময় দিতে পারি নাই কেননা আমি নারায়ণগঞ্জের উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকি। আমি যদি বড় বড় নেতাদের মতো জায়গায় জায়গায় যেয়ে মিটিং করতাম, চায়ের আড্ডা করতাম তাহলে এতো কাজ আমি করতে পারতাম না।

সর্বশেষে তিনি সকলকে উদ্দেশ্য করে বলেন, আপনারাই আমাকে বলে দিবেন আমি কিভাবে আমার এই নির্বাচন শেষ করবো এবং আমার বিশ্বাস আপনারা আমার সাথে থাকবেন। উক্ত আলোচনায় বৃহত্তর দেওভোগের সকল গন্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত