কমলনগরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

| আপডেট :  ১৮ ডিসেম্বর ২০২১, ০৬:১৮  | প্রকাশিত :  ১৮ ডিসেম্বর ২০২১, ০৬:১৮

অহিদুর রহমান মানিক, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে ১৮ ডিসেম্বর (শরিবার) বিকেলে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাস্টার ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন রাজু’র উদ্যোগে বিশাল বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়।

দিনটিকে স্মরণীয় করে রাখতে বিজয় র‌্যালী ও বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের সন্তান, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাস্টার বলেন, ‘দেশের স্বাধীনতার আন্দোলনে যেভাবে আমরা নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পরেছিলাম, ঠিক তেমনিইভাবে কমলনগর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশের যেকোন দুর্যোগ দুর্দশায় এক হয়ে ঝাঁপিয়ে পরতে হবে। দেশকে উন্নতির সোপানে নিয়ে যেতে এক সাথে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, বিজয় দিবসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ৫০তম বছর পূর্ণ হওয়ায় সকল দেশবাসী ও কমলনগরের সর্বস্তরের জনগণকে বিজয়ী শুভেচ্ছা জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদকসহ উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত