দুমকিতে ভুয়া নিলামে জমি ভোগ দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন

| আপডেট :  ১৯ ডিসেম্বর ২০২১, ০৪:৪০  | প্রকাশিত :  ১৯ ডিসেম্বর ২০২১, ০৪:৪০

জুবায়ের ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: দুমকিতে ভুয়া নিলাম দেখিয়ে জমি ভোগ দখলের অভিযোগে দুমকি প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন মোঃ জাকির হোসেন। শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় দুমকি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো: জাকির হোসেন বলেন, ১২ই ডিসেম্বর দুমকি প্রেসক্লাবে মো: হাবিবুর রহমান সাংবাদিক সম্মেলনে ভুয়া ওয়ারিশে জমি ভোগ দখলের পায়তারার যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি বলেন, দুমকি মৌজার জেএল নং ২৪ এবং ৫৬৩,৫৬৪, ৫৬৬, ৫৬৭ও ৫৬৮ নং খতিয়ানের জমি রহম আলী মৃধ্যা, ফয়জর আলী মৃধা, ফতুজান বিবি ও মোঃ আবুল হোসেন নিলাম দেখিয়ে অবৈধভাবে ভোগদখল করে ও বিক্রি করে আসছে। প্রকৃতপক্ষে উক্ত সম্পত্তির মালিক রাজেশ্বর চন্দ্র শীল।

রাজেশ্বর চন্দ্র শীলের কোন সন্তান না থাকায় ওয়ারিশ সূত্রে উক্ত সম্পত্তির মালিক তার ভাগ্নে কার্তিক চন্দ্র শীল ও লক্ষণ চন্দ্র শীল উক্ত মালিকদের কাছ থেকে ক্রয় সূত্রে বর্তমান মালিক মোঃ নাসির উদ্দিন মৃধ্যা, সেতারা বেগম, নুর জাহান, জেসমিন বেগম, মোমেলা বেগম, মাহমুদা ইফতি আখি, শামসুন্নাহার, সালেহা বেগম,খাদিজা আক্তার, রুহুল আমিন, রুমা আক্তার, ডলি চক্রবর্তী, অনিমা রানী, মাসুদ মৃধ্যা, খোকন হাওলাদার প্রমুখ। অতএব উক্ত খতিয়ানে নিলাম হওয়া বা বিক্রি করা বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মোঃ জাকির হোসেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত