বাংলাদেশি সিনেমায় নাসিরুদ্দিন শাহ

| আপডেট :  ১৯ ডিসেম্বর ২০২১, ০৮:২৪  | প্রকাশিত :  ১৯ ডিসেম্বর ২০২১, ০৮:২৪

বলিউডের বরেণ্য অভিনেতা নাসিরুদ্দিন শাহ বাংলাদেশের সায়েন্স ফিকশন থ্রিলার ঘরানার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘প্রজেক্ট অমি’ শিরোনামের সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি- এমনটাই জানিয়েছেন এর নির্মাতা অমিত আশরাফ।

সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশের কাজী প্রোডাকশনস হাউস ও যুক্তরাজ্যের ফর ফিল্মস। এর বাংলাদেশি প্রযোজক হিসেবে আছেন হিমেল তারিক। আর ব্রিটিশ প্রযোজক হিসেবে যুক্ত আছেন জেনি ওয়াকার। জেনি বিবিসি, চ্যানেল ফোরের জন্য প্রামাণ্যচিত্রসহ বিভিন্ন প্রযোজনা তৈরি করেছেন।

নির্মাতা অমিত আশরাফ বলেন, ‘আমরা কয়েকবার নাসিরুদ্দিন শাহর সঙ্গে মিটিং করেছি। ভারতীয় উপমহাদেশে সায়েন্স ফিকশন ঘরানার ছবি তৈরি হয় না বললেই চলে। আমাদের ছবির গল্প ও চরিত্র দেখে তার পছন্দ হয়েছে। তিনি এতে অভিনয় করবেন জানিয়ে, শুটিংয়ের শিডিউলও দিয়েছেন।’

নির্মাতার স্বপ্ন, বাংলাদেশের সিনেমা বিশ্ববাজারে হলিউড স্ট্যান্ডার্ড সায়েন্স ফিকশন সিনেমার মতোই সমাদৃত হবে একদিন। এর সঙ্গে হলিউডের অভিনয়শিল্পীরও যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। তার ভাষ্য, ‘ছবিতে শিশুশিল্পীসহ বিভিন্ন বয়সের বাংলাদেশি অনেক অভিনয়শিল্পীকে নেওয়া হচ্ছে, যারা ইংরেজি ও বাংলা- দুই ভাষায় কথা বলতে পারেন। এজন্য ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ঢুঁ মারতে হবে।’

জানা গেছে, ‘প্রজেক্ট অমি’র গল্প সাজানো হয়েছে ২০৫০ সালকে ঘিরে। একজন হ্যাকার ও একজন ডিজিটাল আর্টিস্ট একটি ভার্চ্যুয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) রোবট তৈরি করেন। যার নাম অমি। অমি ডার্ক ওয়েবের ভার্চ্যুয়াল সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করেন।

প্রযোজক হিমেল তারিক বলেন, ‘করোনা মহামারির কারণে এতদিন ছবির কাজ স্থগিত ছিল। এ বছর থেকে পুরোদমে ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। এ কারণে আমরা বাংলাদেশে নিজস্ব প্রপ মেকিং স্টুডিও তৈরি করেছি। আগামী বছরের জুনের দিকে পুরান ঢাকায় এর শুটিং শুরু হবে।’

উল্লেখ্য, নির্মাতা অমিত আশরাফ এর আগে ‘উধাও’ নামে একটি সিনেমা নির্মাণ করেন। এছাড়া তিনি বানিয়েছিলেন ‘কালি’ নামে একটি ওয়েব সিরিজ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত