পটুয়াখালী থেকে ঢাকাগামী লঞ্চের শৌচাগারে কলেজছাত্রীর ভিডিও ধারণ, যুবক আটক
পটুয়াখালী থেকে ঢাকাগামী সুন্দরবন-১৪ লঞ্চের শৌচাগারের ভেন্টিলেটর দিয়ে এক কলেজছাত্রীর ভিডিও ধারণ করার অভিযোগে মেহেদী হাসান রিয়াদ নামে এক যুবককে আটক করা হয়েছে। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, ভুক্তভোগী ঢাকার একটি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। ভোরের দিকে ৯৯৯-এ ফোন করে তিনি জানান, শৌচাগারে গেলে ভেন্টিলেটর দিয়ে এক ব্যক্তি মোবাইল ভিডিও ধারণ করেন। বিষয়টি টের পেয়ে সেখান থেকে দ্রুত বের হয়ে আসেন। পরে ওই ছাত্রী ও তার ছোট ভাই মেহেদীকে আটক করে। এ সময় অন্য যাত্রীদের সহায়তায় লঞ্চের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে মেহেদীকে হস্তান্তর করেন।
পুলিশ পরিদর্শক আরও বলেন, লঞ্চটি সদরঘাট পৌঁছানোর আগেই সদরঘাটের নৌপুলিশ ফাঁড়িতে বিষয়টি জানানো হয়। পরে নৌপুলিশ ফাঁড়ির একটি দল লঞ্চ থেকে ওই যুবককে আটক করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত