নারায়ণগঞ্জের সিটি করপোরেশন নির্বাচনে যেসব কারণে জয় দেখছেন তৈমুর

| আপডেট :  ২২ ডিসেম্বর ২০২১, ১০:৪৭  | প্রকাশিত :  ২২ ডিসেম্বর ২০২১, ১০:৪৭

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের বিভক্তির ফায়দা পাওয়ার আশায় রয়েছেন সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। ব্যক্তি জনপ্রিয়তার পাশাপাশি এই বিভক্তি তার অনুকূলে আসতে পারে বলে দাবি করেন তিনি। ২০১১ সালের নির্বাচনে শেষ মূহুর্তে সরে দাঁড়ালেও, এবার শেষ পর্যন্ত মাঠে থাকবেন বলেও জানান তৈমুর আলম খন্দকার।

প্রতিষ্ঠার পর এ পর্যন্ত দুই বার ভোট হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে। দু’বারই মেয়র নির্বাচিত হয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। আগামী ১৬ই জানুয়ারি হবে এনসিসির তৃতীয় দফার ভোট। এরই মধ্যে মেয়র পদে ৬ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনেই অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে নারায়ণগঞ্জ সিটিতে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, সারা দেশে যেভাবে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হচ্ছে, তাতে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, এখন স্বতন্ত্রের মৌসুম চলছে। মানুষ সরকারের বিরুদ্ধে চলে গেছে, ঘুরে দাঁড়িয়েছে, সেজন্য সব জায়গায় স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের এগুতে হচ্ছে।

নারায়ণগঞ্জে এমপি শামীম ওসমান এবং মেয়র সেলিনা হায়াৎ আইভীর দ্বন্দ্ব সর্বজনবিদিত। এই দ্বন্দ্ব ভোটের মাঠে তার জন্য ইতিবাচক হবে বলেও মনে করেন তৈমুর। এবিষয়ে তিনি বলেন, এই দ্বন্দ্বের ফলাফল কেউ না কেউ তো পাবে। এটাই স্বাভাবিক। কারণ, আমি নিজেকে চালাক ভাবতে পারি, কিন্তু আমার চেয়ে বড় চালাক হলো জনগণ।

কৌশলগত কারণে আনুষ্ঠানিকভাবে বিএনপি তাকে সমর্থন না দিলেও, নারায়ণগঞ্জ বিএনপি তার পাশে রয়েছে বলেও দাবি তৈমুর আলম খন্দকারের।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত