জ্যেষ্ঠ সহকারী সচিব, পাত্রী চেয়ে বিজ্ঞাপন
৩০তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সহকারী সচিব পদে কর্মরত, বিপত্নীক এবং উচ্চতা পাঁচ ফুট ৯ ইঞ্চি। বিধবা অথবা তালাকপ্রাপ্ত পাত্রী চেয়ে পত্রিকায় নিয়মিত বিজ্ঞাপন দিতেন তিনি। এরপর বিজ্ঞাপন দেখে ভুয়া জ্যেষ্ঠ সহকারী সচিবের সঙ্গে যোগাযোগ করেন অনেক নারী। তাদের মধ্যে বেশ ক’জনের সঙ্গে চূড়ান্ত হয় বিয়ের কথাবার্তা। ঠিক তখনই প্রত্যন্ত অঞ্চলে বদলির কথা জানিয়ে বিয়ে নিয়ে অনিশ্চয়তা তৈরি করেন শাহজাদা। তারপর বদলি ঠেকানোর কথা বলে বিয়েতে রাজি একেকজন নারীর কাছ থেকে পাঁচ থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত হাতিয়ে বন্ধ করে দেন যোগাযোগ।
গোয়েন্দা জালে ধরা পড়ার পর বেরিয়ে আসে তার আসল নাম ইমাম শাহজাদা। পড়ালেখা করেছেন এসএসসি পর্যন্ত। মুসলমান পাত্রীদের জন্য জহিরুল হক, আর হিন্দু পাত্রীদের জন্য ধারণ করেন সরকার অসীম কুমার নাম। আর বিষয়টি বিশ্বাসযোগ্য করতে বানিয়েছেন ভুয়া জাতীয় পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড।
ভুক্তভোগী এ নারী জানান, সে এমনভাবে তার পরিচয় দিয়েছে যে তারও বিশ্বাস হয়েছে। কোনো একাউন্টে নয়, বরং সরাসরি তার হাতে টাকা দেয়া হয়েছে। প্রথমে সাড়ে ৭ লাখ টাকা নেয়ার পরে ওই রাতেই আবারও ফোন করে বলা হয় তার আরও ৬ লাখ টাকা লাগবে। এরপরেই মূলত সন্দেহের শুরু, তারপর যাচাই করে দেখা যায় এই নামে কেউ সেখানে কাজ করেনা।
গোয়েন্দাদের পর্যবেক্ষণ, বিধবা বা তালাকপ্রাপ্ত নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি এবং সরকারি চাকরির প্রতি সীমাহীন লোভের কারণেই একের পর এক নারীর সঙ্গে প্রতারণা করতে পেরেছেন শাহজাদা।
ডিএমপির গোয়েন্দা বিভাগের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম) যুগ্ম কমিশনার হারুন-অর-রশীদ বলেন, বিসিএস ক্যাডারের নাম শুনলেই তারা (মেয়েরা) অতি দ্রুত যোগাযোগ করে। আর এই যোগাযোগের ফাঁকে সে তাদেরকে বলে দেয় যে তার পোস্টিং অনেক দুরে, বদলি ঠেকানোর জন্য একটা নির্দিষ্ট পরিমান টাকা দাবি করে বলা হয় এই পোস্টিংয়ের বিষয়টি মিটে গেলে বিয়ের বিষয়ে এগুনো যাবে। তখন অনেক পরিবার চিন্তা করে যে, যেহেতু পত্রিকায় আসছে, অনেকেই চেষ্টা করবে। তাই তারা যত দ্রুত সম্ভব টাকা দেয়ার চেষ্টা করে। আর সে এই টাকা জুয়া খেলার কাজে ব্যয় করে।
অভিনব এই প্রতারণা থেকে বাঁচতে বিজ্ঞাপন দেখে বিয়ের সিদ্ধান্ত নেয়ার আগে যাচাই-বাছাই করার পরামর্শ পুলিশের।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত