র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতিবাদ ফারিয়ার, বললেন পাশে আছি

| আপডেট :  ২২ ডিসেম্বর ২০২১, ০১:৩৬  | প্রকাশিত :  ২২ ডিসেম্বর ২০২১, ০১:৩৬

বাংলাদেশের বিশেষায়িত বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং এর সাবেক ডিজি ও বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমেদসহ সাত কর্মকর্তার ওপর সম্প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায় থেকে শুরু করে সাধারণ নাগরিকও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এই নিষেধাজ্ঞায় নাখোশ হয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদও জানাচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।

সন্ধ্যায় নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানান এই অভিনেত্রী। পোষ্টটিতে IstandforRAB হ্যাশট্যাগ ব্যবহার করে এই চিত্রনায়িকা লিখেছেন- আপনাদের মনে থাকার কথা, ২০০০-২০০৪ সাল পর্যন্ত চলচ্চিত্রের জন্য দুর্বিষহ সময় ছিল। যখন চলচ্চিত্রে ছিল অশ্লীলতাপূর্ণ। সেই সময়কার নায়ক-নায়িকারা ছিলেন সেলেব্রিটি আর সুস্থ ধারার শিল্পীরা ছিলেন নির্বাসিত। চলচ্চিত্র শিল্পী হিসেবে সেসময়ের কথা চিন্তা করলে এখনো আমার গা শিউরে ওঠে। আমি সেসময় চলচ্চিত্রে ছিলাম না, কিন্তু আমি জানি আমার সিনিয়র আর্টিস্টরা কি দুর্বিষহ সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন সে সময়! সেই জায়গা থেকে আজ একটি অশ্লীলতাহীন চলচ্চিত্র পরিবেশ নিশ্চিত করা র‌্যাবের কৃতিত্ব, চলচ্চিত্রকে অশ্লীলতা মুক্ত করে হাজার হাজার সুস্থ ধারার শিল্পীর মুখে হাসি ফিরিয়ে দিয়েছে।

আর জঙ্গিমুক্ত বাংলাদেশ, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান, মাদকের বিরুদ্ধে অভিযান আমি আর নাই বা বললাম। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি র‌্যাবের পাশে আছি এবং থাকব। নাগরিক হিসেবে আমি র‌্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদ করি।

এদিকে, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র‌্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। এর কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত