১০০০ আহত ফিলিস্তিনির চিকিৎসা হবে ঢাকায়

| আপডেট :  ১৬ এপ্রিল ২০২৫, ০৫:১৯  | প্রকাশিত :  ১৬ এপ্রিল ২০২৫, ০৫:১৯

 

ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলায় আহত এক হাজার ফিলিস্তিন নাগরিককে চিকিৎসার জন্য বাংলাদেশে আনা হবে।

বাংলাদেশের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামীর উদ্যোগে তাদের এ দেশে এনে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান ও পুনর্বাসন করা হবে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আগামী দু-এক দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে আবেদন জমা দেওয়া হবে।

এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্য অধিদপ্তর এবং ফিলিস্তিন দূতাবাসেও চিঠি দিয়ে যোগাযোগ করা হবে। মঙ্গলবার আল মারকাজুল ইসলামীর তথ্য বিভাগের তথ্যপ্রযুক্তি কর্মকর্তা নাজমুল হাসান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে অনুমতি দিলে আগামী মাসের প্রথম সপ্তাহে আহতদের নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে। এক্ষেত্রে ফিলিস্তিনের গর্ভবতী মা, আহত শিশু, বয়স্ক এবং যাদের দীর্ঘমেয়াদে চিকিৎসা দরকার তাদের আনতে প্রাধান্য দেওয়া হবে। যেসব আহত নিজে থেকে চলাফেরা করতে অক্ষম তাদের সহায়তায় একজন অ্যাটেনডেন্ট আনার সুযোগ দেওয়া হতে পারে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত