আশুগঞ্জ উপজেলার লালপুরে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু

| আপডেট :  ২২ ডিসেম্বর ২০২১, ০৫:৩৯  | প্রকাশিত :  ২২ ডিসেম্বর ২০২১, ০৫:৩৯

খাজা আহমেদ, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মৌমাছির কামড়ে মোহাম্মদ আলী বেপারী (৭৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারী ও পরীক্ষার্থীসহ আরো তিন জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার লালপুর টানপাড়া গ্রমে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী বেপারী টানপাড়া গ্রামের মৃত কলিম উদ্দিন বেপারীর ছেলে।

আহতরা হলেন একই বাড়ির মৃত হারিস মিয়ার স্ত্রী পায়েসা বেগম (৬৫), তার ছেলে কামাল হোসেন(৪০) ও নূরুল ইসলামের ছেলে এইচ এস সি পরীক্ষার্থী সোহাগ মিয়া (১৮)।

মঙ্গলবার সকালে দুটি পাখির ঝগড়ায় মৌচাকের উপরে একটি মরা ডাল ভেঙ্গে পড়লে মৌচাকের মৌমাছিরা ছড়িয়ে পড়ে এবং গাছের নিচে অবস্থানরত তার পিতাসহ চার জনকে কামড়িয়ে মারাত্মক আহত করে। মৌমাছির কামড়ে ঘটনাস্থলেই তার পিতা মারা যান। অন্যান্য আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতলের মেডিকেল অফিসার ডাক্তার ফাইজুর রহমান জানান, আহতদের চিকিসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। ঘটনাস্থলেই মারা যাওয়ায় নিহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়নি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত