আশুগঞ্জের শরীফপুর হতে বিপুল পরিমাণ দেশীও অস্র উদ্ধার

| আপডেট :  ২২ ডিসেম্বর ২০২১, ০৫:৪৪  | প্রকাশিত :  ২২ ডিসেম্বর ২০২১, ০৫:৪৪

খাজা আহমেদ, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় সব ধরনের অস্ত্র উদ্ধারে নেমেছে আশুগঞ্জ থানা পুলিশ। অস্ত্র উদ্ধারে পুলিশের চালানো অভিযানের আজ ৫ম দিনে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়ন থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। (২২ ডিসেম্বর)বুধবার দুপুরে উপজেলার শরীফপুর সরকারী প্রাইমারি স্কুলের পাশের কয়েকটি বাড়ি এবং পর্ব পাড়া প্রাইমারি স্কুলের আসে পাশে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আজাদ রহমান ও পরিদর্শক তদন্ত মো. মনিরুল ইসলাম জানান, পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন যাতে অবাধ-সুষ্ঠু শান্তিপূর্ণ হয়, সে লক্ষ্যে আশুগঞ্জ থানা পুলিশ সব ধরনের অস্ত্র উদ্ধার অভিযানে নেমেছে । তারই ধারাবাহিকতার অংশ হিসাবে শরীফপুর ইউনিয়নে শরীফপুর প্রাইমারি স্কুলের নিকটস্থ কয়েকটি বাড়িতে অভিযান চালায় এবং সেখান থেকে টেটা‌, বল্লম,রাম দা এককাই‌ট্টা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা হয়নি।

তিনি আরো জানান, নির্বাচনে কোনো প্রার্থীকেই পেশি শক্তি দেখাতে দেয়া হবে না। সাধারণ জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। যদি কোনো প্রার্থী কিংবা তার কর্মী-সমর্থক কোনো ভোটারকে পেশি শক্তি কিংবা ভয়-ভীতি দেখায় তাহলে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত