দুমকিতে তাঁতীদলের কর্মীসভা অনুষ্ঠিত

| আপডেট :  ২৫ ডিসেম্বর ২০২১, ০৬:৪০  | প্রকাশিত :  ২৫ ডিসেম্বর ২০২১, ০৬:৪০

জুবায়ের ইসলাম, দুমকি, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে শনিবার ২৫ ডিসেম্বর সকাল ১১টায় বিএনপির কার্যালয়ে উপজেলা তাঁতীদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সভপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদ খাঁন এর পরিচালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক জে এম আনিসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির আহবায়ক খলিলুর রহমান মুন্সী, যুগ্ম আহবায়ক সাইফুল আলম মৃধা ও জেলা তাঁতীদলের সহ-সভাপতি রেজাউল হক বাচ্চু।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম জুয়েল বিশ্বাস, প্রধান বক্তা হিসেবে জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম শাহীন প্রমুখ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল শ্রমিকদল, কৃষকদল, মৎস্যজীবী দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জেএম আনিসুর রহমান বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, আগামীর আন্দোলন ও কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। কর্মীসভা থেকে জাহাঙ্গীর আলমকে আহবায়ক ও জাহিদ খানকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত