নির্বাচনের আগের দিন শাহরাস্তিতে ৬০ ককটেল উদ্ধার

| আপডেট :  ২৫ ডিসেম্বর ২০২১, ১১:৪৮  | প্রকাশিত :  ২৫ ডিসেম্বর ২০২১, ১১:৪৮

চাঁদপুরের শাহরাস্তিতে পরিত্যক্ত অবস্থায় ৬০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেলে উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিগধাইর এলাকা থেকে ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন একটি বাজারের ব্যাগে ককটেলগুলো পড়ে থাকতে দেখে পুলিশে খবর। পরে ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করা হয়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিত্যক্ত অবস্থায় পাওয়া ককটেলগুলো থানা এনে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

প্রসঙ্গত,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের শাহরাস্তিতে ১০ ইউনিয়নে ৫৫ চেয়ারম্যানসহ ৫৪৫ জন প্রার্থীর নির্বাচন আগামীকাল রোববার (২৫ ডিসেম্বর)।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত