দুমকিতে ষ্টীলব্রীজ কেড়ে নিল গাড়ীর হেলপারের প্রাণ
জুবায়ের ইসলাম,দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ দুমকিতে ষ্টীল ব্রীজের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে গাড়ীর চাকায় পিষ্ট হয়ে সোহাগ (১৮)নামে ঐ গাড়ীর হেলপারের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস লেবুখালী আংগারিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন মোল্লাখালী খালের ষ্টীল ব্রীজের সাথে ওই গাড়ির হেলপার ধাক্কা খেয়ে পড়ে গেলে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই
সোহাগ(১৮) নামে এক হেলপারের মৃত্যু হয়। মৃত্যু সোহাগের বাড়ি জালকাঠি জেলার নলছিটি উপজেলার সূর্যমনি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশটি পোস্টমাডাম এর জন্য থানায় আনা হয়েছে এবং বাসটিকে জব্দ করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত