ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর ওপর হামলা, হাসপাতালে

| আপডেট :  ২৬ ডিসেম্বর ২০২১, ০৫:১১  | প্রকাশিত :  ২৬ ডিসেম্বর ২০২১, ০৫:১১

চতুর্থ ধাপের নির্বাচনে মাদারীপুরের রাজৈর উপজেলার একটি কেন্দ্রে অবরুদ্ধ ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। পরে তাকে বিজিবি উদ্ধার করে। এ সময় তাকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ প্রার্থী মোশারফ হোসেনের সমর্থকরা। রবিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মাদারীপুরের রাজৈরের ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় ভোটকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। হামলায় তার হাতের আঙুল কেটে যায়।

এতে তিনটি সেলাই লেগেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রতীত চন্দ্র মণ্ডল। গোলাম রাব্বানীকে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গোলাম রাব্বানীর বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বদরপাশা গ্রামে। প্রায় এক সপ্তাহ যাবৎ সেখানে তাঁর মামা সালাউদ্দিনের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছিলেন। সালাউদ্দিন ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত