রামপালে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব‍্যবসায়ী আটক

| আপডেট :  ২৬ ডিসেম্বর ২০২১, ০৭:৩৫  | প্রকাশিত :  ২৬ ডিসেম্বর ২০২১, ০৭:৩৫

সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলায় ৭৫৫ পিস ইয়াবাসহ শেখ ওহিদুল ইসলাম (৪০) নামের এক চিহ্নিত মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র‍্যাব-৬)।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকাল ৫ টায় র‌্যাব-৬ এর খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলার রামপাল উপজেলার কুমলাই গ্রামের ওহিদের নারিকেলের ছোবার মিলের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় তাকে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ৭৫৫ পিস ইয়াবা, দুইটি মোবাইল ও দুইটি সীমকার্ড জব্দ করা হয়।

এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মাদ সামসুদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামী’র বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত