সুনামগঞ্জে ৫ ইউপির মধ্যে চারটিতে নৌকার পরাজয়

| আপডেট :  ২৬ ডিসেম্বর ২০২১, ০৯:১৩  | প্রকাশিত :  ২৬ ডিসেম্বর ২০২১, ০৯:১৩

রসুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ভরাডুবি হয়েছে নৌকার। উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে চারটিতে পরাজিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। রবিবার ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে তারা নির্বাচিত হন।

এজেন্টদের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে, ফতেপুর ইউনিয়নে জাতীয় পার্টির ফারুক আহমদ, পলাশ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী সোহেল আহমদ, বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে বিএনপি নেতা অ্যাডভোকেট ছবাব মিয়া, সলুকাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের নূরে আলম তপন ও ধনপুরে আওয়ামী লীগের বিদ্রোহী মিলন মিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এর আগে, সুনামগঞ্জ সদর উপজেলায় ২৮ নভেম্বর তৃতীয় ধাপের অনুষ্ঠিত নির্বাচনেও ৯টি ইউনিয়নের সবগুলোতে পরাজিত হয় নৌকার প্রার্থীরা। এখানে জাতীয় পার্টি, বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহীরা জয়লাভ করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত