নারায়ণগঞ্জে ট্রেন ও বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০
সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের ১ নং রেল গেইট এলাকায় বাস ও ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে এবং নিহত ২ জন। রবিবার (২৬ ডিসেম্বর)র সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক নং রেল গেট এলাকাতে রেললাইনের উপরে আনন্দ পরিবহনের একটি বাস ছিল। ওই সময়ে ট্রেন ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর ট্রেন চালককে খুঁজে পাওয়া যায়নি।
প্রতক্ষদর্শীরা জানায়, ট্রেনটির গতি অনেক ছিলো। চাষাড়া থেকে ১নং গেইটে যাবার সময় ট্রেনের গতি কম থাকে।
ঘটনাস্থলে পুলিশ এসেছে তবে ঘটনার প্রকৃত ঘটনার ব্যাপারে বিস্তারিত জানাতে পারেনি। রেলওয়ে কর্তৃপক্ষের কোন লোক সেখানে এসে কিছু জানায় নি সংবাদ লিখার সময় পর্যন্ত।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত