চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা
চতুর্থ ধাপে দেশের ৮৩৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শেষ হয়েছে। এই ধাপে ৩৮টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে বেশিরভাগ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন বলে খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
পটুয়াখালী: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে পটুয়াখালীর দুই উপজেলার সাতটি ইউনিয়নের পাঁচটিতে নৌকা, একটিতে বিদ্রোহী ও একটিতে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী জয়লাভ করেছেন।
কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে নৌকা প্রতীকের মো. বাবুল মিঞা, টিয়াখালী ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান সুজন মোল্লা ও চাকামইয়া ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী ঘোড়া প্রতীকের মো. মজিবুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ উপজেলার তিনটি ইউনিয়নের ২৭টি কেন্দ্রে ৪৯ হাজার ৭৫৩ জন ভোটারের মধ্যে শতকরা ৭৪ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
অপরদিকে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের মু. জাহিদুর রহমান, চরমোন্তাজ ইউনিয়নে নৌকা প্রতীকের একে শামসুদ্দিন আবু মিয়া, রাঙ্গাবালী সদর ইউনিয়নের নৌকা প্রতীকের সাইদুজ্জামান মামুন খান, ছোট বাইশদিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের এ বি এম আবদুল মান্নান বিজয়ী হয়েছেন। এ চারটি ইউনিয়নের ৩৯টি ভোটকেন্দ্রে ৬৩ হাজার ১৪৩ জন ভোটারের মধ্যে পুরুষ ৩১ হাজার ৮৩৭ জন এবং ৩১ হাজার ২৯২ জন নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই জেলার ৭ ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা করণীয় ছিল তা করেছে প্রশাসন। এ নির্বাচনে পটুয়াখালীতে পাঁচটি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে এবং দুটি ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
মানিকগঞ্জ: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মানিকগঞ্জের সাটুরিয়া ও ঘিওর উপজেলার ১৬টি ইউনিয়নে ৯ জন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী, চারজন আওয়ামী লীগের বিদ্রোহী এবং বিএনপির তিনজন চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার (২৬ ডিসেম্বর) রাতে জেলা নির্বাচন অফিস ও চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, জেলার ঘিওর উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে তিনজন, আওয়ামী লীগের বিদ্রোহী দুইজন ও বিএনপি দুইজন বিজয়ী হয়েছেন।
সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ছয়টিতে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী দুইজন ও বিএনপির একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ঘিওর উপজেলায় নির্বাচিতরা হলেন- বড়টিয়া ইউনিয়নে সামসুল আলম মোল্লা রওশন (নৌকা), নালী ইউনিয়নে আব্দুল কুদ্দুস মধু (নৌকা), পয়লা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হারুন-অর-রশীদ (নৌকা), ঘিওর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. অহিদুল ইসলাম টুটুল, সিংজুরী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু মো. আসাদুর রহমান মিঠু, বানিয়াজুরীতে এসআর আনসারি বিল্টু (বিএনপি) ও বালিয়াখোড়া ইউনিয়নে মো. আওয়াল খান(বিএনপি)।
অন্যদিকে সাটুরিয়া উপজেলায় নির্বাচিতরা হলেন- ধানকোড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল রউফ (নৌকা), তিল্লী ইউনিয়নে শরীফুল ইসলাম (নৌকা), হরগজ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন খান (নৌকা), দিঘুলিয়া ইউনিয়নে সফিউল আলম (নৌকা), দরগ্রাম ইউনিয়নে আলীনুর বকস (নৌকা), সাটুরিয়া ইউনিয়নে আনোয়ার হোসেন (নৌকা), বালিয়াটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মীর সোহেল আহম্মেদ চৌধুরী, বরাঈদ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী মো. আব্দুল হাই ও ফকুরহাটি ইউনিয়নে মোহাম্মদ জিয়াউর রহমান (বিএনপি)।
নোয়াখালী: নোয়াখালী সদর ও কবিরহাট উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯টিতে আওয়ামী লীগ এবং সাতটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার (২৬ ডিসেম্বর) রাতে তাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম।
তিনি বলেন, সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. কামাল উদ্দিন বাবলু, কাদির হানিফ ইউনিয়নে রহিম চৌধুরী, নেয়াজপুর ইউনিয়নে আমির হোসেন বাহাদুর ও অশ্বদিয়া ইউনিয়নে গোলাম হোসেন বাবলু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদর উপজেলার দাদপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান শিপন, এওজবালিয়া ইউনিয়নে মো. বেলাল হোসেন, পূর্ব চরমটুয়া ইউনিয়নে ফয়সাল বারি চৌধুরী, কালাদরাফ ইউনিয়নে শাহাদাত উল্যাহ সেলিম ও আন্ডারচর ইউনিয়নে মো. জসিম উদ্দিন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
কবিরহাট উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, কবিরহাট উপজেলার আওয়ামী লীগের প্রার্থী নরোত্তমপুর ইউনিয়নে এ কে এম সিরাজ উল্লাহ সিরাজ, বাটইয়া ইউনিয়নে জসিম উদ্দিন শাহীন, চাপরাশিরহাট ইউনিয়নে মহিউদ্দিন টিটু, ঘোষবাগ ইউনিয়নে এ কে এম আলাউদ্দিন ভূইয়া ও ধানসিঁড়ি ইউনিয়নে মো. কামাল খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কবিরহাট উপজেলায় স্বতন্ত্র প্রার্থী সুন্দলপুর ইউনিয়নে মোহাম্মদ ইলিয়াস ও ধানশালিক ইউনিয়নে মো. শাহাবুদ্দিন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, সকলের আন্তরিকতায় একটি নিরপেক্ষ নির্বাচন জেলা পুলিশ উপহার দিতে পেরেছে। এ কারণে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, প্রশাসন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল পদ্ধতি অবলম্বন করেছে। কোথাও কোনো সহিংসতা হয়নি।
মাগুরা: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাগুরার শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ছয়টিতে নৌকা এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রোববার (২৬ ডিসেম্বর) রাতে শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু দাউদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচিতরা হলেন- গয়েশপুর ইউনিয়নে নৌকা প্রতীকের আব্দুল হালিম, আমলসার ইউনিয়নের নৌকা প্রতীকের সেবানন্দ বিশ্বাস, শ্রীকোল ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া, শ্রীপুর ইউনিয়নে নৌকা প্রতীকের মসিয়ার রহমান, দরিয়াপুর ইউনিয়নে নৌকা প্রতীকের মো. আব্দুস সবুর, কাদিরপাড়া ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আইয়ুব হোসেন খান, সব্দালপুর ইউনিয়নে নৌকা প্রতীকের পান্না খাতুন ও নাকোল ইউনিয়নে নৌকা প্রতীকের হুমাউয়ুনূর রশীদ মুহিত।
সাতক্ষীরা: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯টি ও তালা উপজেলার একটিসহ ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের তিনজন ও বাকী সাত ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোটগণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
শ্যামনগর উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে দুটিতে আওয়ামী লীগ, সাতটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। তালা উপজেলার কুমিরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জয়লাভ করেছেন।
নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী গাজী আনিছুজ্জামান আনিচ, নুরনগর ইউনিয়নে নৌকার প্রতীকের প্রার্থী বখতিয়ার আহমেদ, কৈখালীতে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম, দ্বীপ ইউনিয়ন গাবুরায় স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জি এম মাসুদুল আলম, বুড়িগোয়ালীনি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জামায়াত সমর্থিত হাজী নজরুল ইসলাম, রমজাননগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শেখ আল মামুন, পদ্মপুকুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো. আমজাদুল ইসলাম, আটুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আবু সালেহ ও মুন্সিগঞ্জ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী অসীম কুমার মৃধা।
এদিকে তালা উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী শেখ আজিজুর ইসলাম জয়লাভ করেছেন।
নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার দুটি ও মনোহরদী উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট ১১টি ইউনিয়নের মধ্যে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে চারটিতে স্বতন্ত্র (বিদ্রোহী) ও সাতটিতে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিজয়ীরা হলেন- পলাশ উপজেলার জিনারদীতে কামরুল ইসলাম গাজী (নৌকা), চরসিন্দুর ইউনিয়নে মোফাজ্জল হোসেন রতন (নৌকা), মনোহরদী উপজেলার চন্দনবাড়িতে আব্দুর রউফ হিরন(নৌকা), শুকুন্দিতে সাদিকুর রহমান শামীম (নৌকা), কাচিকাটায় মোবারক হোসেন খান কনক (স্বতন্ত্র), বড়চাপায় এম সুলতান উদ্দিন (নৌকা), লেবুতলায় জাকির হোসেন আকন্দ (নৌকা), গোতাশিয়ায় আবুল বরকত রবিন (স্বতন্ত্র), দৌলতপুরে শরীফ মাহমুদ খান বাহালুল (স্বতন্ত্র), চালাকচরে ফখরুল মান্নান মুক্তু (নৌকা) এবং একদুয়ারিয়া ইউনিয়েনে মোল্লা রফিকুল ইসলাম ফারুক (স্বতন্ত্র)।
নেত্রকোনা: চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে নেত্রকোনার সদর, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার ১২টি ইউনিয়নের ৮টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা (নৌকা)। আর বাকি ৪টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হন।
রোববার (২৬ ডিসেম্বর) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখ বেসরকারিভাবে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন। মোহনগঞ্জের ৭টি ইউনিয়নের মধ্যে ৬টিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। আর একটিতে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেন।
সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯ ইউনিয়নের ৩টি আওয়ামী লীগ, ৪টি আ.লীগ বিদ্রোহী ও ২টি বিএনপি স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১৪টি ইউনিয়নের ১১টিতেই নৌকা প্রার্থীরা জয়ী হয়েছেন।লাখাইয়ে ৬টি ইউনিয়নের ২টিতে নৌকা প্রার্থীরা জয়ী হয়েছেন। দুটিতে বিএনপি সমর্থিত প্রার্থী এবং দুটিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন।
কুষ্টিয়া: চতুর্থ ধাপে কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলার ২০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ৮, স্বতন্ত্র ১১ ও বিএনপি ১টিতে বিজয়ী হয়েছেন। রোববার (২৬ ডিসেম্বর) নির্বাচনী কর্মকর্তারা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এরমধ্যে খোকসার বেতবাড়িয়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন নৌকার প্রার্থী বাবুল আক্তার।
মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা এবং ৪টিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। অন্যদিকে সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৬টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা এবং ৩টিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা।
ভৈরব: ভৈরবে ৭টি ইউনিয়নের মধ্যে বেসরকারিভাবে ৪টিতে আওয়ামী লীগ ও ৩টিতে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বিজয়ী হয়েছেন।
রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে ১০টি ইউনিয়নের মধ্যে বেসরকারিভাবে ৯টি স্বতন্ত্র ও আওয়ামী লীগ ১টিতে বিজয়ী হয়েছেন।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ৪টি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) বিজয়ী হয়েছেন। রোববার (২৬ ডিসেম্বর) রাতে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সন্ধ্যার পর থেকে ভোট কেন্দ্রের ফলাফল আসতে শুরু করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত