আপত্তিকর ভিডিও ছড়ানোর ‘হুমকির’ পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার
পটুয়াখালীর বাউফল উপজেলায় দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে, এক তরুণ আপত্তিকর ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে টাকা দাবি করায় ‘আত্মহত্যা’ করেছে ওই ছাত্রী (১৭)।
রোববার রাত সোয়া সাতটার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের একটি গ্রাম থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত তরুণ আক্কাস আলী (২২) পলাতক। তিনিও একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও ওই শিক্ষার্থীর বড় ভাইয়ের সঙ্গে কথা বলে জানা গেছে, মো. আক্কাসের সঙ্গে ওই স্কুলছাত্রী সম্পর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে বিয়ের কথা বলে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েন আক্কাস। কৌশলে ভিডিও ধারণ করে রাখেন। রোববার সকালে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছাত্রীর পরিবারের কাছে এক বন্ধুকে পাঠিয়ে ২০ হাজার টাকা দাবি করেন আক্কাস। এ ঘটনায় ওই শিক্ষার্থী ও তাঁর পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েন। এর মধ্যেই বেলা দেড়টার দিকে নিজ ঘরে ওই স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা।
এ ঘটনার পর আক্কাস পলাতক। ফলে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে আক্কাসের বাবা হানিফ তালুকদার বলেন, এটা তাঁর ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সোমবার লাশের ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত