গোপালগঞ্জে বাসের চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আহত ৩

| আপডেট :  ২৭ ডিসেম্বর ২০২১, ০২:৫৪  | প্রকাশিত :  ২৭ ডিসেম্বর ২০২১, ০২:৫৪

বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে বাসের চাপায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম শুভ (২২) নিহত হয়েছে। এতে আরো দুই শিক্ষার্থীসহ আরো তিনজন আহত হয়েছেন। আজ সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রিয়াজুল ইসলাম শুভ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। সে বগুড়া জেলার কাহালু উপজেলার শাসছুল ইসলামের ছেলে।

ওসি মো: মনিরুল ইসলাম জানান, একটি ভ্যানে করে নিহত শিক্ষার্থী রিয়াজুলসহ তিন শিক্ষার্থী ঘোনাপাড়ায় দিকে যাচ্ছিলেন। এসময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উঠে গেলে খুলনাগামী দোলা পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দিলে ওই শিক্ষার্থীসহ চারজন আহত হন।

পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার রিয়াজুল ইসলাম শুভকে মৃত ঘোষনা করেন।

তিনি আরো বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

শিক্ষার্থী নিহত ও আহত হবার খবর শুনে হাসপাতাল চত্ত্বরে সহপাঠি ও শিক্ষকরা ভীড় করেন। এসময় হাসপাতাল জত্ত্বরে এক হৃদয়বিদায়ক দৃশ্যের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বলেন, জোহর বাদ নিহত শিক্ষার্থী রিয়াজুল ইসলাম শুভর নামাজের জানাযা বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে অনুষ্ঠিত হবে। পরে গ্রামে বাড়ীতে তার মরদেহ দাফন করা হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত